রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাণীশংকৈলে পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

রাণীশংকৈলে পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন 

ঠাকুরগাঁও -৩ আমার নির্বাচনি এলাকা পীরগঞ্জ ও রাণীশংকৈল। পীরগঞ্জ উপজেলার চেয়ে রাণীশংকৈল উপজেলা অনেক দিক থেকে পিছিয়ে রাণীশংকৈল পৌরসভার মেয়রকে আমি সার্বিক সহযোগিতা করবো তবে তা মেয়রকে বাস্তবায়ন করতে হবে।

রোববার (৩ মার্চ) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরবাসীর বহু কাঙ্খিত দীর্ঘ ২০ বছর পর পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদ । এসময় পৌরমেয়র মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন।

এসময় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জেলা আ.লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউএনও রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল রেজাউল হক, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, থানার ওসি সোহেল রানা, সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আনিসুর রহমান।

আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মতিউর রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, সাবেক মেয়র মকলেসুর রহমান, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের প্রমুখ।

উল্লেখ্য যে, পৌর অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ৬ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ৬৬ শতাংশ জমির ওপর আধুনিক পৌর ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে নন্দন কনস্ট্রাকশন ঠাকুরগাঁও।

টিএইচ